BECS-বাংলাদেশ ই-কমার্স সোসাইটি “গ্রাহক পর্যায়ে ডিজিটালাইজড করার লক্ষ্যে নিয়োগ
Ankhi Jannat
28 October 2019
গ্রাহক পর্যায়ে ডিজিটালাইজড করার লক্ষ্যে আইটি থিওরি, বেস্ট সেলার, বাংলাদেশ ই-কমার্স সোসাইটি ও বেস্ট হেল্থ কেয়ার , বিগত ৩ বছর ধরে কাজ করে আসছে । আধুনিক শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও জীবনযাপন এর মান উন্নয়নের যে শিক্ষা আমরা অর্জন করেছি । সে শিক্ষা দ্বারা নিজের জীবন যাত্রার মান উন্নায়ন করার চিন্তা করতে গিয়ে নিজের কাছেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছি ।
আমার কি অভিজ্ঞতা আছে ? আমি কি করতে পারি? বর্তমান কর্মক্ষেত্র কোন দিকে যাচ্ছে? আমার কর্মক্ষেত্র কির উপর হতে পারে ? আমরা ৯৫ ভাগ মানুষই এই প্রশ্নের সম্মূখিন হই এবং হতাশায় ভুগি ।
আধুনিক শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও জীবন যাত্রার মান উন্নয়ন ।
কম্পিউটার সেলস, সার্ভেসিং অ্যান্ড ট্রেনিং প্রদান ।
ডোমেইন হোস্টিং, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ।
Facebook Ads, Google Ads, YouTube Ads, News Ads Create and order.
আমাদের অক্ষমতার কারনেই উপরক্ত আইটি সেবা নিয়ে আমরা প্রতারিত হই। বর্তমান সময়ে শিক্ষা ও দক্ষতার বৃদ্বির লক্ষ্যে আইটি শিক্ষার কোনো বিকল্প নেই । সুতরাং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে , সময়ের সাথে নিজেকে পরির্বতন এবং নতুনত্বকে স্বাগতম জানাতে সারা বাংলাদেশে আমাদের এ নিয়োগ র্কাযক্রম ।
যেহেতু আমরা সেবা দান করি প্রতিষ্ঠান তাই আমরা, প্রতিটি মানুষকে আমাদের প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রাখতে আগ্রহী ।
উল্লেখিত পদের বেতন
শাখা ব্যবস্থাপক | ১৪,০০০-২২,০০০ |
প্রোগ্রাম অরগানাইজার | ১২,০০০-১৯,০০০ |
ইউনিট অফিসার | ১০,৫০০ – ১৬,০০০ |
ট্রেইনার
| ১০,০০০- ১৫,০০০ |
ইউনিয়ন পরিদর্শক | ৮,০০০ -১২,০০০ |
যাদের কাছে উক্ত কাজটি নতুন মনে হবে , তারা চাইলে নির্দিষ্ট সময়ে ট্রেনিং নিয়ে উল্লেখিত বেতন কাঠামোতে নিয়োগ পাবে ।
আবেদন করতে http://bestseller.com.bd/adminpro/jobAppForm.php ওয়েবসাইটটি ভিজিট করুন। (কম্পিউটার দিয়ে ওয়েবসাইটটি ভিজিট করে আবেদন করতে হবে)
আপানার পরিচয় শিক্ষাগত যোগ্যতা , আপনার পরিচিত দুইজন ব্যক্তির তথ্য দিয়ে আপনার আবেদন নিশ্চয়ন করুন । নিশ্চয়ন শেষে প্রদত্ত ডকুমেন্ট প্রিন্ট করে রাখুন ।
আমাদের অফিসের ঠিকানা:
ধানসিঁড়ি ভবনের দ্বিতীয় তলায়, বি এম কলেজ রোড,
শের-ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর পূর্বপাশে, বরিশাল।
যোগাযেগ: ০১৭৮৯০৭৯৭৯১
বাংলাদেশ ই-কমার্স সোসাইটি www.b-ecs.com
আমাদের উল্লেখিত পদে আবেদন করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ ।