শিক্ষানবীশ চাকরির ব্যবস্থা করা
Ankhi Jannat
28 October 2019
কাউকে কোন বিষয়ে জ্ঞানদান করে বা কোন কাজ শিখিয়ে যে টাকা বা আয় আর্জন করা হয় তার নাম শিক্ষানবীশ সেলামী।
এটি একটি আয় হিসাব।
অন্যদিকে, কারও কাছ থেকে কোন বিষয়ে জ্ঞান অর্জণ করে বা কোন কাজ শিখে যে টাকা বা আয় অর্জন করা হয় তাকে শিক্ষানবীশ ভাতা বলে।
ব্যপারটার ব্যাখ্যা বা ক্ষেত্র অন্যরকমও হতে পারে- যেমন:
আপনার প্রতিষ্ঠানে কোন কর্মচারি কাজে জয়েন করল কিন্তু সে কোন কাজ জানেনা। সে আপনার এখানে কাজ করে করে কাজটা শিখছে।
আপনি তাই তাকে কোন বেতন দেন না বরং তার নাস্তা বা যাতায়াত খরচ বাবদ কিছু টাকা দেন, তাহেল এটা হল আপনার কাছে শিক্ষানবীশ ভাতা।
আর তার কাছে হল এটি শিক্ষানবীশ সেলামী।